খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় আতশবাজি, পটকা, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৬ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারার ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বড়দিনের অনুষ্ঠান ভাবগম্ভীর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে পুলিশ।
প্রতিবছরের মতো এবারও বড়দিনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। চার্চ ও জনসমাগম এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছে ডিএমপি, যাতে উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়।
বড়দিনে নিরাপদ উদযাপনে আতশবাজি ও ফানুস নিষিদ্ধ করল ডিএমপি