Web Analytics

বগুড়ার শিবগঞ্জে কৃষি খাতের সিন্ডিকেট বন্ধের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সদস্য ও উপজেলা শাখার প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলম। সোমবার বিকেল ৩টা থেকে স্থানীয় মুগ্ধ স্কয়ারে তিনি এ কর্মসূচি শুরু করেন, যা মঙ্গলবার দুপুর পর্যন্ত চলছিল। এনসিপির যুগ্ম সমন্বয়ক রাফিয়া সুলতানা জানান, সার ডিলার সিন্ডিকেট, সার পাচার, কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধি, অন্যায্য সরকারি সার বরাদ্দ ও অবৈধ ডিলার নিয়োগের প্রতিবাদে এবং কৃষকের মুক্তির দাবিতে এ অনশন কর্মসূচি শুরু হয়েছে। কোল্ডস্টোরেজে আলু পচনসহ কৃষি খাতের নানা অনিয়মের বিরুদ্ধেও এই আন্দোলন পরিচালিত হচ্ছে। উপজেলা এনসিপির সদস্য আলী আজম সাব্বির, মিলন শেখ এবং ছাত্রশক্তির সংগঠক সিহাবউদ্দৌলা ও সাব্বির হোসেন অনশন কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেছেন। দলীয়ভাবে এনসিপি এ আন্দোলনে সহায়তা দেবে বলে জানানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।