Web Analytics

বগুড়ার শিবগঞ্জে কৃষি খাতের সিন্ডিকেট বন্ধের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সদস্য ও উপজেলা শাখার প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলম। সোমবার বিকেল ৩টা থেকে স্থানীয় মুগ্ধ স্কয়ারে তিনি এ কর্মসূচি শুরু করেন, যা মঙ্গলবার দুপুর পর্যন্ত চলছিল। এনসিপির যুগ্ম সমন্বয়ক রাফিয়া সুলতানা জানান, সার ডিলার সিন্ডিকেট, সার পাচার, কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধি, অন্যায্য সরকারি সার বরাদ্দ ও অবৈধ ডিলার নিয়োগের প্রতিবাদে এবং কৃষকের মুক্তির দাবিতে এ অনশন কর্মসূচি শুরু হয়েছে। কোল্ডস্টোরেজে আলু পচনসহ কৃষি খাতের নানা অনিয়মের বিরুদ্ধেও এই আন্দোলন পরিচালিত হচ্ছে। উপজেলা এনসিপির সদস্য আলী আজম সাব্বির, মিলন শেখ এবং ছাত্রশক্তির সংগঠক সিহাবউদ্দৌলা ও সাব্বির হোসেন অনশন কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেছেন। দলীয়ভাবে এনসিপি এ আন্দোলনে সহায়তা দেবে বলে জানানো হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।