Web Analytics

২৫ বছর বয়সী আলোকচিত্রী ফাতিমা হাসুউনা গাজার বাসিন্দা। ইসরাইলি নৃশংসতা ক্যামেরায় ধরে রেখেছিলেন তিনি, প্রায় ১৮ মাস ধরে। নিজ বাড়িতে ইসরাইলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন তিনি। এ হামলায় একইঙ্গে তার পরিবারের আরও ১০ সদস্যও নিহত হন। ফ্রান্সে একটি চলচ্চিত্র উৎসবে আগামী মাসে প্রদর্শিত হবে তাকে নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র। মৃত্যুর আগে ফাতিমা প্রোফাইলে লিখেন, ‘আমি মরলে, আমার সেই মৃত্যু যেন গর্জে ওঠে। আমি যেন শুধু একটুখানি খবর বা কোনো সংখ্যায় পরিণত না হই। আমি চাই এমন এক মৃত্যু, যা দাগ কেটে যাবে সময়ের বুকে, যার ছবি কেউ মুছে ফেলতে পারবে না।’

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।