Web Analytics

সারজিস আলম ঢাকা থেকে সৈয়দপুর উড়োজাহাজে চড়ে যাওয়ার পর ১০০ কিলোমিটার পথের অর্ধেকটা পাড়ি দিয়েছেন শতাধিক গাড়ির বহর নিয়ে। এনসিপির নেতৃত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা পঞ্চগড়ে এসেছেন সোমবার। শতাধিক গাড়ির বহর নিয়ে পঞ্চগড়ের পাঁচটি উপজেলা সফর করেছেন এবং পথসভা করে বক্তব্য দেন। রাখালদেবীর বাসিন্দা মিলন ইসলাম বলেন, ‘আমরা দেবীগঞ্জ ফার্মগেট এলাকায় সারজিস আলমকে নিতে গিয়েছিলাম। তবে আমাদের আগেই চারটি গাড়ি সারজিস আলমকে আনতে সৈয়দপুরে গিয়েছিল। পরে বোদা, পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলা ঘুরে আটোয়ারীতে এসে ইফতার করেছি।’ চালক মো. আসিফ বলেন, ‘গাড়ির সঠিক সংখ্যা বলতে পারছি না। তবে দেড়শ গাড়ির বেশি হতে পারে। একেকটি গাড়ি সাত হাজার টাকা করে নির্ধারণ হয়েছে।’ এছাড়া পোস্টারও ছাপানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।