Web Analytics

চট্টগ্রামের সাতকানিয়ার এনি আক্তার নামে এক নারী সোমবার রাতে নগরীর পিপলস হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। তিন কন্যা ও দুই পুত্র সন্তানের জন্মের এই ঘটনা ঘটে ইনট্রা ইউটেরাইন ইনসেমিনেশন (আইইউআই) পদ্ধতির মাধ্যমে, যা চিকিৎসকদের পরামর্শে সম্পন্ন হয়। দীর্ঘ ১০ বছর নিঃসন্তান থাকার পর এই দম্পতির জন্য ঘটনাটি মানবিক ও চিকিৎসাগতভাবে বিশেষ তাৎপর্য বহন করছে।

নবজাতক পাঁচজনই বর্তমানে পার্ক ভিউ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তিন নবজাতকের ওজন ১ কেজি ৪০০ থেকে ১ কেজি ৬০০ গ্রামের মধ্যে, আর বাকি দুই কন্যাশিশুর ওজন ১ কেজি করে হওয়ায় তাদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্তত ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাঙামাটি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডা. ফরিদা ইয়াসমিন সুমি জানান, আর্থিক কষ্টের মধ্যেও চিকিৎসা চালিয়ে যাওয়া এই দম্পতির জন্য এটি এক বিরল সাফল্য। সন্তানদের চিকিৎসা ব্যয় নিয়ে উদ্বেগ থাকলেও পরিবারে এখন আনন্দের বন্যা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।