চট্টগ্রামের সাতকানিয়ার এনি আক্তার নামে এক নারী সোমবার রাতে নগরীর পিপলস হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। তিন কন্যা ও দুই পুত্র সন্তানের জন্মের এই ঘটনা ঘটে ইনট্রা ইউটেরাইন ইনসেমিনেশন (আইইউআই) পদ্ধতির মাধ্যমে, যা চিকিৎসকদের পরামর্শে সম্পন্ন হয়। দীর্ঘ ১০ বছর নিঃসন্তান থাকার পর এই দম্পতির জন্য ঘটনাটি মানবিক ও চিকিৎসাগতভাবে বিশেষ তাৎপর্য বহন করছে।
নবজাতক পাঁচজনই বর্তমানে পার্ক ভিউ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তিন নবজাতকের ওজন ১ কেজি ৪০০ থেকে ১ কেজি ৬০০ গ্রামের মধ্যে, আর বাকি দুই কন্যাশিশুর ওজন ১ কেজি করে হওয়ায় তাদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্তত ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাঙামাটি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডা. ফরিদা ইয়াসমিন সুমি জানান, আর্থিক কষ্টের মধ্যেও চিকিৎসা চালিয়ে যাওয়া এই দম্পতির জন্য এটি এক বিরল সাফল্য। সন্তানদের চিকিৎসা ব্যয় নিয়ে উদ্বেগ থাকলেও পরিবারে এখন আনন্দের বন্যা।