Web Analytics

বাংলাদেশ সচিবালয়ে আইন ভঙ্গ করে আন্দোলন ও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করার ঘটনায় ১৪ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার একাধিক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বরখাস্তের বিষয়টি জানায়। গত ১০ ডিসেম্বর ‘সচিবালয় ভাতা’ দাবিতে বিভিন্ন মন্ত্রণালয়ের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে ছয় ঘণ্টারও বেশি সময় ধরে অর্থ উপদেষ্টাকে কক্ষে আটকে রাখেন। পরে পুলিশি নিরাপত্তায় তিনি সচিবালয় ত্যাগ করেন। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আদালত তাদের পাঁচ দিনের রিমান্ডে পাঠায়।

বরখাস্তদের মধ্যে আছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবিরসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আন্দোলনের সময় তারা সচিবালয়ের দরজার সামনে স্লোগান দেন এবং উপদেষ্টাকে বের হতে বাধা দেন।

সরকারি সূত্র বলছে, প্রশাসনিক শৃঙ্খলা রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে কর্মচারী সংগঠনগুলো বরখাস্তের সিদ্ধান্তকে অতিরিক্ত কঠোর বলে দাবি করছে এবং বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।