Web Analytics

বাংলাদেশ সচিবালয়ে আইন ভঙ্গ করে আন্দোলন ও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করার ঘটনায় ১৪ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার একাধিক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বরখাস্তের বিষয়টি জানায়। গত ১০ ডিসেম্বর ‘সচিবালয় ভাতা’ দাবিতে বিভিন্ন মন্ত্রণালয়ের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে ছয় ঘণ্টারও বেশি সময় ধরে অর্থ উপদেষ্টাকে কক্ষে আটকে রাখেন। পরে পুলিশি নিরাপত্তায় তিনি সচিবালয় ত্যাগ করেন। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আদালত তাদের পাঁচ দিনের রিমান্ডে পাঠায়।

বরখাস্তদের মধ্যে আছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবিরসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আন্দোলনের সময় তারা সচিবালয়ের দরজার সামনে স্লোগান দেন এবং উপদেষ্টাকে বের হতে বাধা দেন।

সরকারি সূত্র বলছে, প্রশাসনিক শৃঙ্খলা রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে কর্মচারী সংগঠনগুলো বরখাস্তের সিদ্ধান্তকে অতিরিক্ত কঠোর বলে দাবি করছে এবং বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!