Web Analytics

যুদ্ধবিধ্বস্ত গাজায় ১৭০ জন চিকিৎসক স্নাতক সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার গাজা সিটির আল-শিফা হাসপাতালের ধ্বংসপ্রাপ্ত ভবনের সামনে স্নাতক সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একসময় ফিলিস্তিনি ভূখণ্ডের বৃহত্তম হাসপাতাল হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটি ইসরাইলি হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে অধিকাংশ ভবন ও সরঞ্জাম ধ্বংস বা অকেজো হয়ে পড়ে।

স্নাতকরা দুই বছরের অনাহার, বাস্তুচ্যুতি ও গণহত্যার মধ্যেও হাসপাতালে কাজ ও পড়াশোনা চালিয়ে যান এবং পরে পরীক্ষা দেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ইউসুফ আবু আল-রেইশ এই অনুষ্ঠানকে ‘বোমাবর্ষণ, ধ্বংসস্তূপ ও রক্তনদীর মধ্য দিয়ে’ অর্জিত সাফল্য হিসেবে বর্ণনা করেন। স্নাতক ড. আহমেদ বাসিল বলেন, ধ্বংসের মধ্যেও উন্নত ডিগ্রি অর্জন ফিলিস্তিনিদের জীবনের প্রতি ভালোবাসা ও বৈজ্ঞানিক অগ্রগতির প্রতিশ্রুতি প্রকাশ করে।

অনুষ্ঠানে যুদ্ধের সময় নিহত স্বাস্থ্যকর্মীদের স্মরণে তাদের ছবি সম্বলিত খালি চেয়ার রাখা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।