Web Analytics

যুদ্ধবিধ্বস্ত গাজায় ১৭০ জন চিকিৎসক স্নাতক সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার গাজা সিটির আল-শিফা হাসপাতালের ধ্বংসপ্রাপ্ত ভবনের সামনে স্নাতক সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একসময় ফিলিস্তিনি ভূখণ্ডের বৃহত্তম হাসপাতাল হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটি ইসরাইলি হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে অধিকাংশ ভবন ও সরঞ্জাম ধ্বংস বা অকেজো হয়ে পড়ে।

স্নাতকরা দুই বছরের অনাহার, বাস্তুচ্যুতি ও গণহত্যার মধ্যেও হাসপাতালে কাজ ও পড়াশোনা চালিয়ে যান এবং পরে পরীক্ষা দেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ইউসুফ আবু আল-রেইশ এই অনুষ্ঠানকে ‘বোমাবর্ষণ, ধ্বংসস্তূপ ও রক্তনদীর মধ্য দিয়ে’ অর্জিত সাফল্য হিসেবে বর্ণনা করেন। স্নাতক ড. আহমেদ বাসিল বলেন, ধ্বংসের মধ্যেও উন্নত ডিগ্রি অর্জন ফিলিস্তিনিদের জীবনের প্রতি ভালোবাসা ও বৈজ্ঞানিক অগ্রগতির প্রতিশ্রুতি প্রকাশ করে।

অনুষ্ঠানে যুদ্ধের সময় নিহত স্বাস্থ্যকর্মীদের স্মরণে তাদের ছবি সম্বলিত খালি চেয়ার রাখা হয়।

Card image

Related Threads

logo
No data found yet!