Web Analytics

বৃহস্পতিবার পাবনার বেড়া উপজেলায় সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে দুইজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন শ্রমিক আহত হয়েছেন। নিহতরা হলেন, সজিবুল ইসলাম (২৫) ও মোস্তাকিন (৩০)। পুলিশ জানায়, দক্ষিনপাড়া এলাকার তাহেজ উদ্দিনের বাড়িতে কিছুদিন আগে একটি সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়। আজ বৃহস্পতিবার নির্মাণ সামগ্রী অপসারণ করতে দুই নির্মাণ শ্রমিক সেপটি ট্যাংকির ভেতরে নামেন। এ সময় গ্যাসে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করতে গেলে রবিউল ও সম্রাট নামের দুইজনও অসুস্থ হয়ে পরে। পরে ফায়ার সার্ভিস চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজিব ও মোস্তাকিনকে মৃত ঘোষণা করেন। থানায় অপমৃত্যুর মামলা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।