Web Analytics

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৮১টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্তভাবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখা থেকে জানানো হয়, দুই ধাপে যাচাই-বাছাই শেষে এসব সংস্থাকে অনুমোদন দেওয়া হয়েছে।

গত ২৮ সেপ্টেম্বর ৭৩টি সংস্থার প্রাথমিক তালিকা প্রকাশের পর ২০ অক্টোবর পর্যন্ত আপত্তি ও অভিযোগ গ্রহণ করা হয়। দাবি-আপত্তি নিষ্পত্তির পর প্রথম ধাপে ৬৬টি সংস্থা এবং দ্বিতীয় ধাপে আরও ১৫টি সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়েছে। প্রথম ধাপের নিবন্ধন কার্যকর থাকবে ২০২৪ সালের ৬ নভেম্বর থেকে ২০৩০ সালের ৫ নভেম্বর পর্যন্ত, আর দ্বিতীয় ধাপের নিবন্ধন কার্যকর থাকবে ২০২৪ সালের ৪ ডিসেম্বর থেকে ২০৩০ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত।

ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত ৯৬টি সংস্থার নিবন্ধন নতুন ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’-এর আওতায় স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। ২০০৮ সালে শুরু হওয়া এই নিবন্ধন প্রথা বাংলাদেশের নির্বাচনী স্বচ্ছতা ও পর্যবেক্ষণ ব্যবস্থার ধারাবাহিক উন্নয়নকে প্রতিফলিত করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।