আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৮১টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্তভাবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখা থেকে জানানো হয়, দুই ধাপে যাচাই-বাছাই শেষে এসব সংস্থাকে অনুমোদন দেওয়া হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর ৭৩টি সংস্থার প্রাথমিক তালিকা প্রকাশের পর ২০ অক্টোবর পর্যন্ত আপত্তি ও অভিযোগ গ্রহণ করা হয়। দাবি-আপত্তি নিষ্পত্তির পর প্রথম ধাপে ৬৬টি সংস্থা এবং দ্বিতীয় ধাপে আরও ১৫টি সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়েছে। প্রথম ধাপের নিবন্ধন কার্যকর থাকবে ২০২৪ সালের ৬ নভেম্বর থেকে ২০৩০ সালের ৫ নভেম্বর পর্যন্ত, আর দ্বিতীয় ধাপের নিবন্ধন কার্যকর থাকবে ২০২৪ সালের ৪ ডিসেম্বর থেকে ২০৩০ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত।
ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত ৯৬টি সংস্থার নিবন্ধন নতুন ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’-এর আওতায় স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। ২০০৮ সালে শুরু হওয়া এই নিবন্ধন প্রথা বাংলাদেশের নির্বাচনী স্বচ্ছতা ও পর্যবেক্ষণ ব্যবস্থার ধারাবাহিক উন্নয়নকে প্রতিফলিত করে।