Web Analytics

সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) দারফুরের এল-ফাশার শহরে ভয়াবহ গণহত্যা চালিয়ে মাত্র তিনদিনে ১,৫০০ বেসামরিক মানুষকে হত্যা করেছে। ১৭ মাসের অবরোধ শেষে শহরটি সেনাবাহিনীর কাছ থেকে দখল করে তারা। সুদান ডক্টরস নেটওয়ার্ক ও আল জাজিরার তথ্যমতে, শহর থেকে পালানোর চেষ্টা করা সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করে আরএসএফ—যা পর্যবেক্ষকদের মতে এক ‘সত্যিকারের গণহত্যা’। সংস্থাটি জানিয়েছে, গত দেড় বছরে বোমাবর্ষণ, ক্ষুধার্ত করে রাখা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে এল-ফাশারে প্রায় ১৪ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ। ২০২৩ সালে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ। সরকারের হিসাব অনুযায়ী, গত রবিবার থেকে বুধবার পর্যন্ত এল-ফাশারে প্রায় ২,০০০ মানুষ নিহত হয়েছে, যা সুদানের চলমান মানবিক বিপর্যয়কে আরও গভীর করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।