সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) দারফুরের এল-ফাশার শহরে ভয়াবহ গণহত্যা চালিয়ে মাত্র তিনদিনে ১,৫০০ বেসামরিক মানুষকে হত্যা করেছে। ১৭ মাসের অবরোধ শেষে শহরটি সেনাবাহিনীর কাছ থেকে দখল করে তারা। সুদান ডক্টরস নেটওয়ার্ক ও আল জাজিরার তথ্যমতে, শহর থেকে পালানোর চেষ্টা করা সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করে আরএসএফ—যা পর্যবেক্ষকদের মতে এক ‘সত্যিকারের গণহত্যা’। সংস্থাটি জানিয়েছে, গত দেড় বছরে বোমাবর্ষণ, ক্ষুধার্ত করে রাখা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে এল-ফাশারে প্রায় ১৪ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ। ২০২৩ সালে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ। সরকারের হিসাব অনুযায়ী, গত রবিবার থেকে বুধবার পর্যন্ত এল-ফাশারে প্রায় ২,০০০ মানুষ নিহত হয়েছে, যা সুদানের চলমান মানবিক বিপর্যয়কে আরও গভীর করছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।