কুয়ালালামপুরের মেদান ইম্বিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। অভিযানে ৫০৬ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে, যাদের মধ্যে ১৬৫ জন বাংলাদেশি রয়েছেন। ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, মেদান ইম্বি দীর্ঘদিন ধরে অবৈধ অভিবাসীদের কেন্দ্র হিসেবে চিহ্নিত ছিল। এখানকার অনেক দোকানঘরের উপরের তলা ভাড়া দিয়ে অবৈধ অভিবাসীরা বসবাস করত। জানা গেছে, আটকদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়া এবং ওয়ার্কিং ভিজিট পাসের অপব্যবহার। শাবান হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা অভিবাসন আইন মেনে চলতে ব্যর্থ হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।