Web Analytics

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইস্যুতে শিক্ষার্থীদের উসকানির অভিযোগে ঢাকা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ. ক. ম. রফিকুল আলমকে ভোলার চরফ্যাশন সরকারি কলেজে বদলি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করে জানায়, ১৮ ডিসেম্বরের মধ্যে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। প্রজ্ঞাপনে এ বদলিকে জনস্বার্থে গৃহীত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করা হয়।

সম্প্রতি ফাঁস হওয়া এক অনলাইন বৈঠকে রফিকুল আলম শিক্ষার্থীদের ‘মব’ তৈরি করে আন্দোলনে সক্রিয় করার আহ্বান জানিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। এ বক্তব্যের পর শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর, তাদের দায়িত্ব শিক্ষার্থীদের নিরাপদ ও ইতিবাচক পথে পরিচালিত করা। তারা বদলির সিদ্ধান্তকে ন্যায়সংগত বলে অভিহিত করেন।

ঘটনাটি সাত কলেজের প্রশাসনিক কাঠামো ও উচ্চশিক্ষা সংস্কার নিয়ে চলমান বিতর্ককে নতুনভাবে আলোচনায় এনেছে। শিক্ষা মন্ত্রণালয়ের দ্রুত পদক্ষেপ শিক্ষক আচরণে জবাবদিহিতা নিশ্চিত করার বার্তা হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।