Web Analytics

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইস্যুতে শিক্ষার্থীদের উসকানির অভিযোগে ঢাকা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ. ক. ম. রফিকুল আলমকে ভোলার চরফ্যাশন সরকারি কলেজে বদলি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করে জানায়, ১৮ ডিসেম্বরের মধ্যে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। প্রজ্ঞাপনে এ বদলিকে জনস্বার্থে গৃহীত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করা হয়।

সম্প্রতি ফাঁস হওয়া এক অনলাইন বৈঠকে রফিকুল আলম শিক্ষার্থীদের ‘মব’ তৈরি করে আন্দোলনে সক্রিয় করার আহ্বান জানিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। এ বক্তব্যের পর শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর, তাদের দায়িত্ব শিক্ষার্থীদের নিরাপদ ও ইতিবাচক পথে পরিচালিত করা। তারা বদলির সিদ্ধান্তকে ন্যায়সংগত বলে অভিহিত করেন।

ঘটনাটি সাত কলেজের প্রশাসনিক কাঠামো ও উচ্চশিক্ষা সংস্কার নিয়ে চলমান বিতর্ককে নতুনভাবে আলোচনায় এনেছে। শিক্ষা মন্ত্রণালয়ের দ্রুত পদক্ষেপ শিক্ষক আচরণে জবাবদিহিতা নিশ্চিত করার বার্তা হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!