ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বহুল প্রত্যাশিত স্কুল ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য বিতরণের অভিযোগ উঠেছে। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৪০টি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২৬ হাজার ৬২০ জন শিক্ষার্থী এই সুবিধা পাচ্ছে। নির্ধারিত সূচি অনুযায়ী ২৪ নভেম্বর শিক্ষার্থীদের বনরুটি ও দুধ দেওয়ার কথা থাকলেও বাস্তবে শুধু দুধ দেওয়া হয়েছে এবং ৪০টি বিদ্যালয়ে কোনো খাবারই বিতরণ করা হয়নি। অন্যদিনের তালিকায় থাকা বনরুটি ও সিদ্ধ ডিমের পরিবর্তে দেওয়া হয়েছে একটি করে কলা, যার বিল বাজারদরের চেয়ে বেশি দেখানো হয়েছে। ১ ডিসেম্বর বিতরণ করা রুটির মান এতটাই খারাপ ছিল যে শিক্ষার্থীরা তা খেতে অস্বীকৃতি জানায়। এতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওবায়দুল্লাহ সরেজমিন পরিদর্শনে নিম্নমানের রুটি বিতরণের প্রমাণ পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে জানান।