Web Analytics

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বহুল প্রত্যাশিত স্কুল ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য বিতরণের অভিযোগ উঠেছে। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৪০টি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২৬ হাজার ৬২০ জন শিক্ষার্থী এই সুবিধা পাচ্ছে। নির্ধারিত সূচি অনুযায়ী ২৪ নভেম্বর শিক্ষার্থীদের বনরুটি ও দুধ দেওয়ার কথা থাকলেও বাস্তবে শুধু দুধ দেওয়া হয়েছে এবং ৪০টি বিদ্যালয়ে কোনো খাবারই বিতরণ করা হয়নি। অন্যদিনের তালিকায় থাকা বনরুটি ও সিদ্ধ ডিমের পরিবর্তে দেওয়া হয়েছে একটি করে কলা, যার বিল বাজারদরের চেয়ে বেশি দেখানো হয়েছে। ১ ডিসেম্বর বিতরণ করা রুটির মান এতটাই খারাপ ছিল যে শিক্ষার্থীরা তা খেতে অস্বীকৃতি জানায়। এতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওবায়দুল্লাহ সরেজমিন পরিদর্শনে নিম্নমানের রুটি বিতরণের প্রমাণ পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে জানান।

Card image

Related Threads

logo
No data found yet!