Web Analytics

ডা. মো. এনামুল হক ২৬ জানুয়ারি ২০২৬ প্রকাশিত এক নিবন্ধে বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে হাজারো প্রাণহানি ও আহতের পরও রাষ্ট্রে কাঠামোগত পরিবর্তন ঘটেনি। জনগণের জবাবদিহি ও ক্ষমতার ভারসাম্যের দাবির পরও প্রশাসনিক যন্ত্র অক্ষত থাকে, শুধু সরকারের মুখ বদলায়। লেখকের মতে, সেনা-বেসামরিক আমলাতন্ত্র, নিরাপত্তা সংস্থা, অর্থনৈতিক বলয়, বিদেশি লবি ও প্রভাবশালী মিডিয়ার সমন্বয়ে গঠিত এক ‘ডিপ স্টেট’ নির্বাচিত সরকারের ঊর্ধ্বে থেকে কার্যকর থাকে।

তিনি উল্লেখ করেন, এই ডিপ স্টেট সময়ক্ষেপণ, বয়ান নিয়ন্ত্রণ ও প্রশাসনিক ধারাবাহিকতার মাধ্যমে আন্দোলনকে নিষ্ক্রিয় করে দেয়। তদন্ত, বিচার, পুনর্বাসন ও সংস্কারের প্রতিশ্রুতি ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকে। নিরাপত্তা বাহিনী, আমলাতন্ত্র ও নির্বাচনব্যবস্থায় কোনো জবাবদিহি বা সংস্কার দেখা যায়নি, অর্থনৈতিক সিদ্ধান্তও করপোরেট বলয়ের হাতে বন্দি থাকে।

নিবন্ধে বলা হয়েছে, রাষ্ট্র পরিবর্তনের জন্য সরকার পরিবর্তন যথেষ্ট নয়; প্রয়োজন স্বচ্ছতা, বিকেন্দ্রীকরণ ও দীর্ঘমেয়াদি সংস্কার। অন্যথায় প্রতিটি গণঅভ্যুত্থান একই প্রশ্নে ফিরে আসবে—এত রক্তের পরও কেন কিছুই বদলায় না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।