Web Analytics

ডা. মো. এনামুল হক ২৬ জানুয়ারি ২০২৬ প্রকাশিত এক নিবন্ধে বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে হাজারো প্রাণহানি ও আহতের পরও রাষ্ট্রে কাঠামোগত পরিবর্তন ঘটেনি। জনগণের জবাবদিহি ও ক্ষমতার ভারসাম্যের দাবির পরও প্রশাসনিক যন্ত্র অক্ষত থাকে, শুধু সরকারের মুখ বদলায়। লেখকের মতে, সেনা-বেসামরিক আমলাতন্ত্র, নিরাপত্তা সংস্থা, অর্থনৈতিক বলয়, বিদেশি লবি ও প্রভাবশালী মিডিয়ার সমন্বয়ে গঠিত এক ‘ডিপ স্টেট’ নির্বাচিত সরকারের ঊর্ধ্বে থেকে কার্যকর থাকে।

তিনি উল্লেখ করেন, এই ডিপ স্টেট সময়ক্ষেপণ, বয়ান নিয়ন্ত্রণ ও প্রশাসনিক ধারাবাহিকতার মাধ্যমে আন্দোলনকে নিষ্ক্রিয় করে দেয়। তদন্ত, বিচার, পুনর্বাসন ও সংস্কারের প্রতিশ্রুতি ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকে। নিরাপত্তা বাহিনী, আমলাতন্ত্র ও নির্বাচনব্যবস্থায় কোনো জবাবদিহি বা সংস্কার দেখা যায়নি, অর্থনৈতিক সিদ্ধান্তও করপোরেট বলয়ের হাতে বন্দি থাকে।

নিবন্ধে বলা হয়েছে, রাষ্ট্র পরিবর্তনের জন্য সরকার পরিবর্তন যথেষ্ট নয়; প্রয়োজন স্বচ্ছতা, বিকেন্দ্রীকরণ ও দীর্ঘমেয়াদি সংস্কার। অন্যথায় প্রতিটি গণঅভ্যুত্থান একই প্রশ্নে ফিরে আসবে—এত রক্তের পরও কেন কিছুই বদলায় না।

Card image

Related Memes

logo
No data found yet!