Web Analytics

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের মাল্টিপল ইনডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস ২০২৫) প্রতিবেদনে দেখা গেছে, দেশে সিজারিয়ান (সি-সেকশন) প্রসবের হার গত এক দশকে ৩২ দশমিক ৭ শতাংশ বেড়ে ২০২৫ সালে দাঁড়িয়েছে ৫১ দশমিক ৮ শতাংশে। ২০১২–১৩ সালে এ হার ছিল ১৯ দশমিক ১ শতাংশ। শহরে সি-সেকশন হার ৫৬ শতাংশ, গ্রামে ৫০ শতাংশ। ধনী নারীদের মধ্যে এই প্রবণতা দরিদ্রদের তুলনায় বেশি। বিশেষজ্ঞরা বলছেন, বেসরকারি হাসপাতালের আর্থিক প্রণোদনা, প্রসবব্যথার ভয় ও চিকিৎসকদের অনৈতিক আচরণ এই প্রবণতা বাড়াচ্ছে। ইউনিসেফের কান্ট্রি ডিরেক্টর রানা ফ্লাওয়ার একে ‘অস্বাভাবিক’ বলে উল্লেখ করে বলেন, ৭৫ শতাংশ নারী হাসপাতালে সন্তান জন্ম দিচ্ছেন, যার বড় অংশই সি-সেকশন। এতে মা-শিশুর ঝুঁকি ও পরিবারের আর্থিক চাপ বাড়ছে। বিশেষজ্ঞরা সরকারি তদারকি, চিকিৎসকদের নৈতিকতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে স্বাভাবিক প্রসব উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।