Web Analytics

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের মাল্টিপল ইনডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস ২০২৫) প্রতিবেদনে দেখা গেছে, দেশে সিজারিয়ান (সি-সেকশন) প্রসবের হার গত এক দশকে ৩২ দশমিক ৭ শতাংশ বেড়ে ২০২৫ সালে দাঁড়িয়েছে ৫১ দশমিক ৮ শতাংশে। ২০১২–১৩ সালে এ হার ছিল ১৯ দশমিক ১ শতাংশ। শহরে সি-সেকশন হার ৫৬ শতাংশ, গ্রামে ৫০ শতাংশ। ধনী নারীদের মধ্যে এই প্রবণতা দরিদ্রদের তুলনায় বেশি। বিশেষজ্ঞরা বলছেন, বেসরকারি হাসপাতালের আর্থিক প্রণোদনা, প্রসবব্যথার ভয় ও চিকিৎসকদের অনৈতিক আচরণ এই প্রবণতা বাড়াচ্ছে। ইউনিসেফের কান্ট্রি ডিরেক্টর রানা ফ্লাওয়ার একে ‘অস্বাভাবিক’ বলে উল্লেখ করে বলেন, ৭৫ শতাংশ নারী হাসপাতালে সন্তান জন্ম দিচ্ছেন, যার বড় অংশই সি-সেকশন। এতে মা-শিশুর ঝুঁকি ও পরিবারের আর্থিক চাপ বাড়ছে। বিশেষজ্ঞরা সরকারি তদারকি, চিকিৎসকদের নৈতিকতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে স্বাভাবিক প্রসব উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন।

Card image

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।