একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।
তামীরুল মিল্লাতের শিবির নেতা ফজলে রাব্বীকে ডেকে নিয়ে মারধরের ঘটনাকে কেন্দ্র করে টঙ্গীতে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা দেখা গেছে। দুপক্ষই পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে। ছাত্রদলকে দায়ী করে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাদীর নিরাপত্তা চেয়েছে শিবির। অভিযোগ অস্বীকার করে শিবিরকে অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়ে বিকালে মহাসড়কে মিছিল ও সমাবেশ করেছে গাজীপুর মহানগর ছাত্রদল। সিফাত সংবাদ সম্মেলনে বলেছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রদল কর্মী মামুন ডেকে নেওয়ার পর ৮-১০ জন ছাত্রদল কর্মীর একটা গ্রুপ তাকে বাঁশ দিয়ে পিটায় এবং জোর করে ভিডিও স্টেটমেন্ট নেয়। একসময় সিগারেট হাতে ধরিয়ে ছবি তুলে মুক্তিপণ দাবি করে। এতে না করায় কুপিয়ে শরীরে জখম করে!
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।