সারা দেশ থেকে আসা চার হাজার নেতাকর্মী নিয়ে কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে বিএনপির বর্ধিত সভা। জাতীয় সংসদ ভবনের এলডি হল ও মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়া সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদ নির্বাচনই জাতির প্রত্যাশা-এ লক্ষ্যে সাংগঠনিক কর্মসূচি চূড়ান্ত করতে এ সভার প্রধান এজেন্ডায় রয়েছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও ভবিষ্যৎ কর্মপন্থা। তৃণমূলের নেতাদের দেওয়া মতামতকে গুরুত্ব দিয়ে তৈরি করা হবে দলের কর্মপরিকল্পনা। এই সভায় নির্বাচনী মাঠে সম্ভাব্য প্রার্থীদের একটা অবস্থানও ফুটে উঠবে। এই সভাকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন নেতাকর্মীরা।