Web Analytics

জাতীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের অভিযোগ জানাতে হটলাইন চালু করেছে সরকার। সোমবার (৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে প্রধান উপদেষ্টার সরকারি ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। হটলাইন নম্বর ০১৩০৮৩৩২৫৯২ এবং ই-মেইল ঠিকানা notify@ncsa.gov.bd এর মাধ্যমে অভিযোগ গ্রহণ করা হবে।

পোস্টে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া গুজব ও অপতথ্য মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।

সরকার আশা করছে, হটলাইন ও কমিটির মাধ্যমে নির্বাচনী সময়ে এবং পরবর্তীতে ভুয়া তথ্য প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।