জাতীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের অভিযোগ জানাতে হটলাইন চালু করেছে সরকার। সোমবার (৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে প্রধান উপদেষ্টার সরকারি ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। হটলাইন নম্বর ০১৩০৮৩৩২৫৯২ এবং ই-মেইল ঠিকানা notify@ncsa.gov.bd এর মাধ্যমে অভিযোগ গ্রহণ করা হবে।
পোস্টে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া গুজব ও অপতথ্য মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।
সরকার আশা করছে, হটলাইন ও কমিটির মাধ্যমে নির্বাচনী সময়ে এবং পরবর্তীতে ভুয়া তথ্য প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।