Web Analytics

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক সংসদ সদস্যরা দেশ ছাড়েন, রেখে যান ন্যাম ভবনের ফ্ল্যাটে তাদের ব্যবহৃত আসবাবপত্র ও মালামাল। সংসদ সচিবালয় একাধিকবার তাদের বা পরিবারের সদস্যদের এসব জিনিসপত্র নিতে চিঠি দিলেও কেউ সাড়া দেননি। ফলে নাখালপাড়া ও মানিক মিয়া অ্যাভিনিউয়ের ন্যাম ভবনগুলো এখনো ফাঁকা পড়ে আছে। কিছু ফ্ল্যাটে সেনাবাহিনী, আনসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অস্থায়ীভাবে থাকছেন, আবার কয়েকটি ফ্ল্যাটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা বসবাস করছেন। সংসদ সচিবালয় ও গৃহায়ন মন্ত্রণালয় যৌথভাবে ভবনগুলোর সংস্কার পরিকল্পনা করছে, যা আগামী সংসদ নির্বাচনের আগে শেষ করার লক্ষ্য রয়েছে। তবে সাবেক সংসদ সদস্যদের ফেলে যাওয়া মালামালের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।