গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক সংসদ সদস্যরা দেশ ছাড়েন, রেখে যান ন্যাম ভবনের ফ্ল্যাটে তাদের ব্যবহৃত আসবাবপত্র ও মালামাল। সংসদ সচিবালয় একাধিকবার তাদের বা পরিবারের সদস্যদের এসব জিনিসপত্র নিতে চিঠি দিলেও কেউ সাড়া দেননি। ফলে নাখালপাড়া ও মানিক মিয়া অ্যাভিনিউয়ের ন্যাম ভবনগুলো এখনো ফাঁকা পড়ে আছে। কিছু ফ্ল্যাটে সেনাবাহিনী, আনসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অস্থায়ীভাবে থাকছেন, আবার কয়েকটি ফ্ল্যাটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা বসবাস করছেন। সংসদ সচিবালয় ও গৃহায়ন মন্ত্রণালয় যৌথভাবে ভবনগুলোর সংস্কার পরিকল্পনা করছে, যা আগামী সংসদ নির্বাচনের আগে শেষ করার লক্ষ্য রয়েছে। তবে সাবেক সংসদ সদস্যদের ফেলে যাওয়া মালামালের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।