Web Analytics

ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে ঋণ আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুস সালাম অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা ২০১৩ সালের ১২ আগস্ট মেসার্স মোস্তফা অ্যান্ড কোং নামের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ৩২ কোটি ৫০ লাখ টাকার ঋণ অনুমোদন ও ৯ অক্টোবর বিতরণ করেন, যা পরে এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডে স্থানান্তর করা হয়। গত বছরের ২ জুলাই দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান মামলাটি দায়ের করেন এবং ১৬ অক্টোবর তদন্ত শেষে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

কারাগারে থাকা দুই আসামি নাহিদা রুনাই ও রাশেদুল হক নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান, তবে আদালত তাদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।