ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে ঋণ আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুস সালাম অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা ২০১৩ সালের ১২ আগস্ট মেসার্স মোস্তফা অ্যান্ড কোং নামের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ৩২ কোটি ৫০ লাখ টাকার ঋণ অনুমোদন ও ৯ অক্টোবর বিতরণ করেন, যা পরে এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডে স্থানান্তর করা হয়। গত বছরের ২ জুলাই দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান মামলাটি দায়ের করেন এবং ১৬ অক্টোবর তদন্ত শেষে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
কারাগারে থাকা দুই আসামি নাহিদা রুনাই ও রাশেদুল হক নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান, তবে আদালত তাদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন।
এস আলম চেয়ারম্যান ও পিকে হালদারের বিরুদ্ধে দুদকের মামলার বিচার শুরু