Web Analytics

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশ জানিয়েছে, ডিসেম্বরের মধ্যে নবম জাতীয় বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি না হলে আগামী ১০ জানুয়ারি থেকে তারা কঠোর কর্মসূচিতে যাবে। ৩ ডিসেম্বর অর্থ উপদেষ্টার কাছে পাঠানো এক স্মারকলিপিতে সংগঠনটি জানায়, অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় বেতন কমিশন-২০২৫ নিয়ে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা থাকলেও সুপারিশ চূড়ান্তকরণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তারা বিদ্যমান ২০টি গ্রেড ভেঙে ১০টি ধাপে পুনর্গঠন ও ১:৪ অনুপাতে বেতন কাঠামো নির্ধারণের দাবি জানিয়েছে। এছাড়া সচিবালয় ভাতা ও রেশন ভাতা চালুর দাবিও জানানো হয়েছে। স্মারকলিপিতে বলা হয়, দ্রব্যমূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে নিম্ন গ্রেডের কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। সংগঠনটি দ্রুত সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রশমনের জন্য অর্থ মন্ত্রণালয়ের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।