বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশ জানিয়েছে, ডিসেম্বরের মধ্যে নবম জাতীয় বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি না হলে আগামী ১০ জানুয়ারি থেকে তারা কঠোর কর্মসূচিতে যাবে। ৩ ডিসেম্বর অর্থ উপদেষ্টার কাছে পাঠানো এক স্মারকলিপিতে সংগঠনটি জানায়, অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় বেতন কমিশন-২০২৫ নিয়ে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা থাকলেও সুপারিশ চূড়ান্তকরণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তারা বিদ্যমান ২০টি গ্রেড ভেঙে ১০টি ধাপে পুনর্গঠন ও ১:৪ অনুপাতে বেতন কাঠামো নির্ধারণের দাবি জানিয়েছে। এছাড়া সচিবালয় ভাতা ও রেশন ভাতা চালুর দাবিও জানানো হয়েছে। স্মারকলিপিতে বলা হয়, দ্রব্যমূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে নিম্ন গ্রেডের কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। সংগঠনটি দ্রুত সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রশমনের জন্য অর্থ মন্ত্রণালয়ের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছে।
ডিসেম্বরে নবম পে-স্কেল প্রজ্ঞাপন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সচিবালয় কর্মচারীদের