সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি) প্রশাসনের উদ্যোগে রবিবার বাদ আসর বিশ্ববিদ্যালয়ের মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলমের নির্দেশনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম, প্রফেসর ড. মো. আবু জাফর খানসহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া একজন আপোষহীন দেশপ্রেমিক নেত্রী, যিনি দীর্ঘদিন বিএনপির নেতৃত্ব দিয়েছেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারা তার রাজনৈতিক অবদান ও দেশের প্রতি নিষ্ঠার কথা তুলে ধরেন। শেষে বিশ্ববিদ্যালয়ের ইমাম হাফেজ মোয়াজ্জেম হোসেন তার দ্রুত আরোগ্য কামনায় মোনাজাত পরিচালনা করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।