সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি) প্রশাসনের উদ্যোগে রবিবার বাদ আসর বিশ্ববিদ্যালয়ের মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলমের নির্দেশনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম, প্রফেসর ড. মো. আবু জাফর খানসহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া একজন আপোষহীন দেশপ্রেমিক নেত্রী, যিনি দীর্ঘদিন বিএনপির নেতৃত্ব দিয়েছেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারা তার রাজনৈতিক অবদান ও দেশের প্রতি নিষ্ঠার কথা তুলে ধরেন। শেষে বিশ্ববিদ্যালয়ের ইমাম হাফেজ মোয়াজ্জেম হোসেন তার দ্রুত আরোগ্য কামনায় মোনাজাত পরিচালনা করেন।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিশেষ দোয়া মাহফিল