Web Analytics

নরসিংদীর পলাশ উপজেলায় টানা দুইদিনের ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বৃটিশ আমলে নির্মিত ঘোড়াশাল রেলসেতুর দ্বিতীয় ও তৃতীয় পিলারে ফাটল দেখা দিয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে প্রথম ভূমিকম্পে দুইজনের মৃত্যু হয় এবং সরকারি-বেসরকারি ভবনের দেয়াল ও মাটিতে ফাটল দেখা দেয়। প্রতিদিন প্রায় ১৬ জোড়া ট্রেন এই সেতুর উপর দিয়ে চলাচল করে, ফলে যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার (২২ নভেম্বর) রেলওয়ে কর্তৃপক্ষ ও পলাশ উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত সেতুটি পরিদর্শন করেন। স্থানীয়রা দ্রুত মেরামত ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।