নরসিংদীর পলাশ উপজেলায় টানা দুইদিনের ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বৃটিশ আমলে নির্মিত ঘোড়াশাল রেলসেতুর দ্বিতীয় ও তৃতীয় পিলারে ফাটল দেখা দিয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে প্রথম ভূমিকম্পে দুইজনের মৃত্যু হয় এবং সরকারি-বেসরকারি ভবনের দেয়াল ও মাটিতে ফাটল দেখা দেয়। প্রতিদিন প্রায় ১৬ জোড়া ট্রেন এই সেতুর উপর দিয়ে চলাচল করে, ফলে যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার (২২ নভেম্বর) রেলওয়ে কর্তৃপক্ষ ও পলাশ উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত সেতুটি পরিদর্শন করেন। স্থানীয়রা দ্রুত মেরামত ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।