Web Analytics

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আগামী বছরের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে। টুর্নামেন্টটি শুরু হবে ১৫ জানুয়ারি এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুয়ারি। মোট ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে, প্রতিটি গ্রুপে চারটি করে দল থাকবে। বাংলাদেশ ও ভারত রয়েছে একই গ্রুপে, তাদের সঙ্গে আছে যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ড। প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানকে এবার আলাদা গ্রুপে রাখা হয়েছে। নামিবিয়া ও জিম্বাবুয়ের বিভিন্ন মাঠে অনুষ্ঠিত হবে সব ম্যাচ, যার মধ্যে হারারে ও বুলাওয়ের স্টেডিয়ামও রয়েছে। প্রথমবারের মতো তানজানিয়া অংশ নিচ্ছে এই বিশ্বকাপে। প্রতিটি গ্রুপের সেরা তিনটি দল যাবে সুপার সিক্স পর্বে, সেখান থেকে সেরা চার দল সেমিফাইনালে উঠবে। সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।