Web Analytics

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আগামী বছরের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে। টুর্নামেন্টটি শুরু হবে ১৫ জানুয়ারি এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুয়ারি। মোট ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে, প্রতিটি গ্রুপে চারটি করে দল থাকবে। বাংলাদেশ ও ভারত রয়েছে একই গ্রুপে, তাদের সঙ্গে আছে যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ড। প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানকে এবার আলাদা গ্রুপে রাখা হয়েছে। নামিবিয়া ও জিম্বাবুয়ের বিভিন্ন মাঠে অনুষ্ঠিত হবে সব ম্যাচ, যার মধ্যে হারারে ও বুলাওয়ের স্টেডিয়ামও রয়েছে। প্রথমবারের মতো তানজানিয়া অংশ নিচ্ছে এই বিশ্বকাপে। প্রতিটি গ্রুপের সেরা তিনটি দল যাবে সুপার সিক্স পর্বে, সেখান থেকে সেরা চার দল সেমিফাইনালে উঠবে। সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

Card image

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।