Web Analytics

ব্রাজিলের রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিবের বৈঠকের পর বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন রমজানের আগে নির্বাচনে ব্যাপারে একটা জাতীয় ঐকমত্য আছে। তিনি বলেন, দিনক্ষণ তো নির্বাচন কমিশন ঘোষণা করবে৷ এটা আর সরকার বলতে পারবে না, আমরাও বলতে পারবো না৷ সেটা তো নির্বাচন কমিশন থেকে আসবে। আমরা সেটার অপেক্ষা করব৷ আরো বলেন, আমাদের মধ্যে আস্থারও ব্যাপার আছে৷ আমরা যদি একেবারে আস্থাহীন হয়ে যাই, একদম অস্থিরতার মধ্যে থাকলে তো সমস্যা। আমাদের মধ্যে আলাপ-আলোচনা হয়েছে, একটু ধৈর্য ধরুন। আমরা সঠিক পথেই যাবো৷ জাতি অবশ্যই একটা গণতান্ত্রিক পথে চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।