ব্রাজিলের রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিবের বৈঠকের পর বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন রমজানের আগে নির্বাচনে ব্যাপারে একটা জাতীয় ঐকমত্য আছে। তিনি বলেন, দিনক্ষণ তো নির্বাচন কমিশন ঘোষণা করবে৷ এটা আর সরকার বলতে পারবে না, আমরাও বলতে পারবো না৷ সেটা তো নির্বাচন কমিশন থেকে আসবে। আমরা সেটার অপেক্ষা করব৷ আরো বলেন, আমাদের মধ্যে আস্থারও ব্যাপার আছে৷ আমরা যদি একেবারে আস্থাহীন হয়ে যাই, একদম অস্থিরতার মধ্যে থাকলে তো সমস্যা। আমাদের মধ্যে আলাপ-আলোচনা হয়েছে, একটু ধৈর্য ধরুন। আমরা সঠিক পথেই যাবো৷ জাতি অবশ্যই একটা গণতান্ত্রিক পথে চলছে।
আমার মনে হয়, রমজানের আগে নির্বাচনে ব্যাপারে একটা জাতীয় ঐকমত্য আছে। সবারই মতামত এক: আমীর খসরু