Web Analytics

নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর ও জাঙ্গাইলা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার এবং সাতজনকে আটক করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) ভোররাত ৩টার দিকে লে. কর্নেল শামীম রহমান, পিএসসি সিগস্ (৯ সিগন্যাল ব্যাটালিয়ন)-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আটককৃতদের ও উদ্ধারকৃত মালামাল শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

উদ্ধারকৃত মালামালের মধ্যে ছিল ১টি আগ্নেয়াস্ত্র ও ২টি কার্তুজ, ৩টি পিস্তলের ম্যাগাজিন, ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১৫ লাখ ৪০ হাজার ১০০ টাকা, ১৭টি মোবাইল ফোন, ২টি সামুরাই, ৬টি ফেনসিডিল, ৯টি বিদেশি মদের বোতল, ২টি নকল পিস্তল, ২টি রামদা ও ১টি ল্যাপটপ। শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারদের মধ্যে কারারচর, শাহাপুর ও জাঙ্গাইলা এলাকার কয়েকজন রয়েছেন, যাদের মধ্যে স্থানীয়ভাবে পরিচিত জামাল উদ্দিন খোকা ও তার সহযোগীরাও আছেন। উদ্ধারকৃত মালামাল পুলিশ হেফাজতে রয়েছে এবং তদন্ত চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।