Web Analytics

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) উদ্ভাবিত তিন চাকার স্বল্প গতির ব্যাটারিচালিত পরিবেশবান্ধব ই-রিকশার পাইলট কর্মসূচির উদ্বোধন হয়েছে। রোববার সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন আফতাবনগর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন জিগাতলায় পৃথক অনুষ্ঠানে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরীক্ষামূলকভাবে আফতাবনগর, ধানমণ্ডি ও মতিঝিল এলাকায় নির্ধারিত সড়কে ই-রিকশা চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি উপদেষ্টা ও সিটি প্রশাসকরা বলেন, ই-রিকশার নকশা, ব্রেকিং সিস্টেম ও ব্যাটারি নিরাপত্তা বৈজ্ঞানিকভাবে যাচাই করা হচ্ছে। অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ ও শৃঙ্খলিত নগর পরিবহনব্যবস্থা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। নতুন নকশার ই-রিকশায় উন্নত ব্রেকিং ব্যবস্থা, গতি নিয়ন্ত্রণ এবং ৩৮ ভোল্টের লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা একবার চার্জে ৭০–৮০ কিলোমিটার চলতে সক্ষম।

জিও-ফেন্সিং প্রযুক্তির মাধ্যমে ই-রিকশার চলাচল নির্ধারিত এলাকায় সীমাবদ্ধ থাকবে এবং প্রশিক্ষিত, লাইসেন্সধারী চালকরাই এটি চালাতে পারবেন। পাইলট পর্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতে পুরো ঢাকায় প্রকল্পটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।