বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) উদ্ভাবিত তিন চাকার স্বল্প গতির ব্যাটারিচালিত পরিবেশবান্ধব ই-রিকশার পাইলট কর্মসূচির উদ্বোধন হয়েছে। রোববার সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন আফতাবনগর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন জিগাতলায় পৃথক অনুষ্ঠানে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরীক্ষামূলকভাবে আফতাবনগর, ধানমণ্ডি ও মতিঝিল এলাকায় নির্ধারিত সড়কে ই-রিকশা চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি উপদেষ্টা ও সিটি প্রশাসকরা বলেন, ই-রিকশার নকশা, ব্রেকিং সিস্টেম ও ব্যাটারি নিরাপত্তা বৈজ্ঞানিকভাবে যাচাই করা হচ্ছে। অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ ও শৃঙ্খলিত নগর পরিবহনব্যবস্থা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। নতুন নকশার ই-রিকশায় উন্নত ব্রেকিং ব্যবস্থা, গতি নিয়ন্ত্রণ এবং ৩৮ ভোল্টের লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা একবার চার্জে ৭০–৮০ কিলোমিটার চলতে সক্ষম।
জিও-ফেন্সিং প্রযুক্তির মাধ্যমে ই-রিকশার চলাচল নির্ধারিত এলাকায় সীমাবদ্ধ থাকবে এবং প্রশিক্ষিত, লাইসেন্সধারী চালকরাই এটি চালাতে পারবেন। পাইলট পর্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতে পুরো ঢাকায় প্রকল্পটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
ঢাকায় বুয়েটের পরিবেশবান্ধব ই-রিকশা পাইলট কর্মসূচি শুরু