একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।
পটিয়া থানার পুলিশ কর্মকর্তার এক অডিও পাওয়া গেছে। অডিওতে এসআই হানানকে বলতে শোনা যায়, ‘ওসি সাহেব তোর সন্তানকে ডেকেছেন’। কিশোরের মা জানতে চান কেন। উত্তরে ওই কর্মকর্তা বলেন, ‘এত কথা জানি না। এক ঘণ্টার মধ্যে থানায় হাজির না হলে কলিজাসহ টেনে নিয়ে আসব। তোর সন্তানের বিরুদ্ধে বুধবার রাতে একটা জিডি দায়ের হয়েছে। তোর ছেলে একজনকে হুমকি দিয়েছে। কললিস্ট আছে। এছাড়া গালাগালি করেন এই পুলিশ! এ বিষয়ে কিশোর আব্দুল আজীজের মা শাহীনা আক্তার জানান, ওই অফিসার একটি পক্ষকে বিশেষ সুবিধা দিতে গিয়ে হয়ত তথ্য গোপন করে উদ্দেশ্য প্রণোদিত হয়ে ওই জিডি দায়ের করিয়েছেন। এরপর নিয়ম মোতাবেক আদালত থেকে তদন্তের অনুমতি না নিয়ে দুই দফায় ফোন দিয়ে নানা ধরনের হুমকি ও গালিগালাজ করেন। এ বিষয়ে পটিয়া থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ওই কিশোরের বিরুদ্ধে জিডি দায়ের হওয়ার বিষয়টি তার নলেজে নেই। তাকে তিনি ডাকেননি। কিশোরের মাকে গালিগালাজ করা সমীচীন হয়নি। এটা পুলিশের আচরণবিধির লঙ্ঘন।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।