Web Analytics

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা শহরের ঐতিহ্যবাহী টাউন খালকে দখল ও দূষণমুক্ত করে নান্দনিক রূপে ফিরিয়ে আনতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এ কার্যক্রমের উদ্বোধন করেন এবং খালের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করে দ্রুত বর্জ্য অপসারণের নির্দেশ দেন। অনুষ্ঠানে পৌর প্রশাসক মো. শরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. কাউসার আহমেদ ও শহর পরিকল্পনাবিদ জান্নাতুল ফেরদৌস আরা উপস্থিত ছিলেন।

পৌর প্রশাসক জানান, খালটিকে উন্নত দেশের মানে রূপ দিতে ওয়াকিংওয়ে নির্মাণ, দুই পাশে বৃক্ষরোপণ ও আলোকসজ্জার পরিকল্পনা নেয়া হয়েছে। খালে বর্জ্য ফেলা রোধে কঠোর নজরদারি থাকবে। দীর্ঘদিনের অবহেলা ও জনগণের অসচেতনতার কারণে শহরের পানি নিষ্কাশনের অন্যতম এই খালটি অস্তিত্ব সংকটে পড়েছে।

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, শহরজুড়ে ময়লা-আবর্জনার স্তুপ এবং তিতাস নদীর করুণ অবস্থার কারণে টাউন খালও বর্জ্যের ভাগাড়ে পরিণত হয়েছে। আগের উদ্যোগ ব্যর্থ হলেও এবার স্থানীয় বাসিন্দা, পরিবেশবিদ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে পরিকল্পিতভাবে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ খালটি পুনরুদ্ধারের উদ্যোগ নেয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।