Web Analytics

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা শহরের ঐতিহ্যবাহী টাউন খালকে দখল ও দূষণমুক্ত করে নান্দনিক রূপে ফিরিয়ে আনতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এ কার্যক্রমের উদ্বোধন করেন এবং খালের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করে দ্রুত বর্জ্য অপসারণের নির্দেশ দেন। অনুষ্ঠানে পৌর প্রশাসক মো. শরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. কাউসার আহমেদ ও শহর পরিকল্পনাবিদ জান্নাতুল ফেরদৌস আরা উপস্থিত ছিলেন।

পৌর প্রশাসক জানান, খালটিকে উন্নত দেশের মানে রূপ দিতে ওয়াকিংওয়ে নির্মাণ, দুই পাশে বৃক্ষরোপণ ও আলোকসজ্জার পরিকল্পনা নেয়া হয়েছে। খালে বর্জ্য ফেলা রোধে কঠোর নজরদারি থাকবে। দীর্ঘদিনের অবহেলা ও জনগণের অসচেতনতার কারণে শহরের পানি নিষ্কাশনের অন্যতম এই খালটি অস্তিত্ব সংকটে পড়েছে।

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, শহরজুড়ে ময়লা-আবর্জনার স্তুপ এবং তিতাস নদীর করুণ অবস্থার কারণে টাউন খালও বর্জ্যের ভাগাড়ে পরিণত হয়েছে। আগের উদ্যোগ ব্যর্থ হলেও এবার স্থানীয় বাসিন্দা, পরিবেশবিদ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে পরিকল্পিতভাবে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ খালটি পুনরুদ্ধারের উদ্যোগ নেয়া হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!