Web Analytics

ঢাকা মাদ্রাসা-ই-আলিয়ায় সাংবাদিক ও ছাত্রদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ফাঁসির রায় উপলক্ষে আয়োজিত শোকরানা মাহফিলে এ হামলার ঘটনা ঘটে। সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান এক যৌথ বিবৃতিতে হামলাকে ন্যক্কারজনক ও অমানবিক বলে নিন্দা জানান। তারা অভিযোগ করেন, ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদল বহিরাগত সন্ত্রাসীদের এনে শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর বিনা উসকানিতে হামলা চালায়। এতে ঢাকা আলিয়া সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কালের কণ্ঠ ও বিটিভির সাংবাদিকরা আহত হন। আহতদের মধ্যে ছাত্র সংগঠনের বিভিন্ন নেতাও রয়েছেন। বিপ্লবী ছাত্র পরিষদ হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলে, এ হামলা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আতঙ্ক সৃষ্টির একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।